UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনায় র্কমহীনদরে মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বতিরণ

ঊষার আলো
মে ১, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় র্কমহীন মানুষরে কষ্ট লাঘবে শুক্রবার (৩০ এপ্রিল)) চুয়াডাঙ্গা জেলা প্রশাসনরে উদ্যোগে দুস্থ, অসহায়, নরসুন্দর ও দুস্থ শল্পিীদরে মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বতিরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি দুই কজেি আলু, এক কেজি পেঁয়াজ ও তেল এক লিটার। এছাড়া পবত্রি ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এক কেজি চিনি ও এক প্যাকটে সেমাইসহ একটি প্যাকেজ প্রদান করা হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করনে। একশত ৩০ জন নরসুন্দর এবং দুস্থ শিল্পীদরে মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়ছে।

(ঊষার আলো-এমএনএস)