ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার মনির আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের জিল্লু মেম্বরের আম বাগানের নিকট এ ঘটনা ঘটে। আটক মনির আহমেদ (১৭) একই এলাকার জাকির আহমেদের ছেলে।
জানা যায়, এলাকায় প্রভাববিস্তারকে কেন্দ্র করে গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ার নজরুল ইসলামের সঙ্গে ছাগলাপাড়ার কয়েকজনের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার (৬ মে) রাতে গাড়াবাড়িয়া হাট থেকে ফেরার পথে জিল্লু মেম্বারের আমবাগানের কাছে নজরুলকে আটক করে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ দুর্বৃত্তরা।
পরে নজরুলের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম নজরুলকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। একই সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, গুরুতর জখম অবস্থায় নজরুলকে জরুরি বিভাগে নেয় হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘স্থানীয় প্রভাববিস্তারকে কেন্দ্র করে সদর থানাধীন গাড়াবাড়িয়া গ্রামে নজরুলকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলমমান রয়েছে। মামলা হলে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঊষার আলো-এমএনএস)