UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৪ ঘণ্টার ব্যবধানে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু

usharalodesk
জুন ২৬, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে ৪ ঘণ্টার ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
জেলা সদর হাসপাতালসংলগ্ন করোনা ডেডিকেটেড হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি-কৃষ্ণপুর গ্রামের আনারুল হকের স্ত্রী আয়েশা খাতুন (৪০), চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া পাড়ার সাইফুদ্দিন আহমেদের স্ত্রী ওভুপান (৬০) ও তালতলা গ্রামের মৃত সৃষ্টি কর্মকারের ছেলে বাসুদেব কর্মকার (৬১) এবং দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ওসমান আলী (৬০) ও জুড়ানপুর ইউনিয়নের গোপীনাথপুরের আবুল হাসেমের স্ত্রী লাখি খাতুন (৬০)।
(ঊষার আলো-এমএনএস)