UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধকোটি টাকা উদ্ধার

usharalodesk
জানুয়ারি ১৭, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ বাংলাদেশী টাকা উদ্ধার করেছে বিজিবি। এসময় পাচারকারী দলের দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে সীমান্তের ৯৩ নং পিলারের অদূরে অভিযান চালায় বিজিবি। এসময় ভারত থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের আটকের চেষ্টা চালানো হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাত পাচারকারীরা হাতে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগ দুটি তল্লাশী করে বাংলাদেশী ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ বাংলাদেশী টাকা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশী নগদ টাকা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।