UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে ভালোই হয়েছে লিটনের’

ঊষার আলো
জানুয়ারি ১৪, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েছেন গত রোববার। সেদিনই খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের বিস্ফোরক এক ইনিংস। তাতে ভর করেই ঢাকা ক্যাপিটালস পেয়েছে এই মৌসুমে তাদের প্রথম জয়টা।

কাকতালীয়ভাবে সেদিনই বাংলাদেশে এসে পা রেখেছিলেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ড্যানি মরিসন। এরপর সম্প্রতি এক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দল থেকে বাদ পড়ায় লিটনের জেদ চেপে গিয়েছিল মনে, তা থেকেই এমন ইনিংস খেলেছেন বলে মনে হয়েছে তার।

তিনি বলেন, ‘লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছে। সম্ভবত তা মানসিকভাবে উপকারই করেছে তাকে। ‘আমার এখনও দাম আছে, আমি এখনও অনেক কিছু করে দেখাতে পারি, সেটা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও’ এমন কিছু তার মনে আছে, দেখে তাই মনে হয়েছে।’

লিটনের জন্য বাংলাদেশের জয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। সে কারণেই দল থেকে বাদ পড়াটা আরও বেশি তাঁতিয়ে দিয়েছে বলে মনে করেন মরিসন।

তিনি বলেন, ‘আপনি সবসময়ই আপনার দেশের হয়ে খেলতে চাইবেন। যদিও এটা এখন একটু অন্যরকম হয়ে গেছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে। তবে লিটনের মতো কারো দেশের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। আপনি সারা জীবন খেলতে পারবেন না, এই অল্প সময়ের মধ্যে আপনাকে সারা জীবন গর্ব করার মতো কিছু অর্জন করতে হবে। আমি মনে করি এটাই রোববার রাতে তাকে অনুপ্রাণিত করেছে। এমন কন্ডিশন পেয়েছে যা তার খেলাটার সঙ্গে যায়।’

ঊষার আলো-এসএ