UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চড়া দামে বিক্রি হলো টুইটারের কাঠের পাখিটি

ঊষার আলো
জানুয়ারি ২০, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগোতে থাকা পাখির আদলে কাঠের তৈরি ভাস্কর্যটি নিলামে বিক্রি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের প্রধান কার্যালয়ে এ ভাস্কর্যটি ছিল। এটি এক লাখ ডলার বা এক কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ কার্যালয়ে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও আসবাব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় নীল রঙের পাখির ভাস্কর্যটি নিলামে তোলা হয়। অন্য পণ্যগুলো তুলনামূলক কম দামে বিক্রি হয়। তবে পাখির ভাস্কর্যটি বেশ চড়া দামে বিক্রি হয়েছে। সূত্র: বিবিসি