UsharAlo logo
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনিতে যুবক হত্যা

ঊষার আলো
ডিসেম্বর ১৬, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে কামরুল হাসান নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার পোস্ট অফিস এলাকায় গণপিটুনি দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচর থানার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাইনুদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি পরিবারসহ ফতুল্লা থানার তক্কারমাঠ এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী সোনালী আক্তার বলেন, আমার স্বামী বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ও ছবি তোলেন। দুপুরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যায় খবর পায় সে খানপুর হাসপাতালে আছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
স্থানীয়দের দাবি, কামরুল পেশাদার ছিনতাইকারী ছিলেন। তক্কারমাঠ দাপা শিহাচরসহ কয়েকটি এলাকার মানুষ কামরুলের নাম শুনলে ভয় পেতেন। তিনি প্রকাশ্যেই ছিনতাইকারী বাহিনী নিয়ে ঘুরতেন।
ঊষার আলো-এসএ