UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ঊষার আলো রিপোর্ট
মে ১০, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে হওয়া দ্বন্দ্বের জেরে ওই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।মৃত ওই স্কুলছাত্রের নাম জয় (১৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে।  সে শ্রীপুরের একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণিতে পড়তো।হত্যার এ ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্ত মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে পুলিশ।

এদিকে, জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী মধ্য রাতে মোজাম্মেলের বাড়িতে লাগিয়ে দেয়। এতে বাড়িটির তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।

জয়ের বাবা জানান, শুক্রবার রাতে সামু সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে পূর্বের দ্বন্দ্বের জেরে জয়ের সঙ্গে একই এলাকার মোজাম্মেলসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। তারা সংঘবদ্ধ হয়ে মোজাম্মেলের বাড়িতে হামলা চালায়। দেয় আগুনও। এতে বাড়িটির তিনটি কক্ষ পুড়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাড়িটির তিনটি কক্ষ পুড়ে গেছে।’

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঊষার আলো-এসএ