UsharAlo logo
শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের দায়ের কোপে বাবা খুন

usharalodesk
অক্টোবর ১৯, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ময়মনসিংহে মুক্তাগাছা ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।ওই এলাকার স্থানীয় বাসিন্দা নিহত ঈমান আলী ফকির (৭৫) তারই ছেলে জহিরুল ইসলাম ফকিরের (৪৫) দায়ের কোপে খুন হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার এসআই নীল কমল জানান, আগে থেকেই মানসিক সমস্যা রয়েছে জহিরুলের। বুধবার সকালে মির্জাকান্দা গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিহত ঈমান আলী ফকিরের ছেলে জহিরুল ইসলাম তার স্ত্রীকে নির্যাতন করছে দেখে ছেলেকে বাধা দেয় বাবা। এ সময় রাগে জহিরুলের হাতে থাকা দা দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলে মারা যান ঈমান আলী। ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান যুগান্তরকে জানান, পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে জহিরুলের মানসিক সমস্যা রয়েছে। ছেলের দায়ের কোপে খুন হয়েছে বাবা ঈমান আলী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

ঊষার আলো-এসএ