UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছেলের প্রেমিকাকে রাত জেগে পাহারা দিলেন বাবা

usharalodesk
মার্চ ৪, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেহেরপুরের গাংনীতে বিয়ের করার দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। কিন্তু প্রেমিকার আসার খবর পেয়ে বাড়ি হতে পালিয়ে গেছেন প্রেমিক। অন্যদিকে ওই কিশোরী আত্মহত্যা করে পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারেন, এমন আশঙ্কায় প্রেমিকের বাবা প্রায় দুই রাত ধরে মেয়েটিকে পাহারা দিয়েছেন।

স্থানীয় সূত্রে হতে জানা যায়, উপজেলার বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকাল হতে বিয়ের দাবিতে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার তার প্রেমিক আকাশের বাড়িতে এসে ওঠে।

খবর পেয়েই আকাশ বাড়ি হতে পালিয়ে যায়। তবে আকাশ বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ময়না। তার জন্য আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দিয়েছেন; যাতে করে মেয়েটি কোনো প্রকার দুর্ঘটনা না ঘটায়। বিষয়টি সমাধানে বুধবার (৩ মার্চ) রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা এবং পরে রাতেই মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়।

জানা যায়, পলাতক প্রেমিক আকাশ ফিরে আসলে বিষয়টি নিয়ে আবারও বসা হবে। মেয়েটিকে সে বিয়ে করতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি ও সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি সমাধান না হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)