UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের মৃতদেহ দেখে বড় ভাইয়ের মৃত্যু

pial
মে ২০, ২০২২ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কুষ্টিয়ায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে দেখতে এসে বড় ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডে।

বৃহস্পতিবার (১৯ মে) আনুমানিক রাত ১ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছাল্লেক শাহ এ্যাসিডিটির কারণে মৃত্যুবরণ করেন। এ খবর শুনে মালিগ্রাম গোরস্থান এলাকায় বসবাসরত বড় ভাই খালেক শাহ মৃত ভাইকে দেখতে আসেন। মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট ভাইয়ের বাড়িতেই তার মৃত্যু হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা যাচাই করেন। একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই ভাইয়ের জানাজা শুক্রবার (২০ মে) বাদ জুম্মা জানিপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

(ঊষার আলো-এসএইস)