UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা, আটক ১

ঊষার আলো রিপোর্ট
মে ২৫, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক সভাপতিকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৪ মে) চাঁদপুরের দক্ষিণ মতলব থানার তার নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।মেহেদী বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

মেহেদী জবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আটক হওয়া শাহাজান নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পদে রয়েছেন।

ভুক্তভোগী মেহেদী বলেন, ‘আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল লোক মাদক কারবারে জড়িত ছিল।তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।’

চাঁদপুর মতলব থানার (দক্ষিণ) ওসি সালেহ আহম্মেদ বলেন, ‘ঘটনা শোনামাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করি।মেহেদীকে চাঁদপুর হাসপাতালে আমি নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের টিম বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।’

এ বিষয়ে জবির প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি।তারা ইতোমধ্যে একজনকে আটক করেছে। বাকিদের আটকের বিষয় অভিযান চলছে।’

ঊষার আলো-এসএ