UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনশুমারিতে দুর্যোগকবলিত এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে

pial
জুন ১৮, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সারাদেশে চলমান জনশুমারিতে সুনামগঞ্জসহ প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন। জনশুমারির প্রথম ৩ দিনেই অর্ধেক মানুষ গণনায় এসেছে বলে জানান তিনি।

বৃষ্টির মধ্যেই জনশুমারির তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাচ্ছেন গণনাকর্মীরা। সচেতন নাগরিকরা সহজেই দিচ্ছেন জানতে চাওয়া সকল তথ্যের সঠিক জবাব। তবে গণনাকর্মীদের অভিজ্ঞতা, মোট ৪৫টি প্রশ্নের মধ্যে দু-একটির উত্তর জানতে বেগ পেতে হচ্ছে তাদের।

গত বুধবার (১৫ জুন) শুরু হওয়া এ জনশুমারির মূল কাজ এগিয়ে চলছে প্রত্যাশা মতোই। এমনটাই দাবি করে প্রকল্পের পরিচালক বলেন, বিশেষ নজর রাখা হয়েছে সুনামগঞ্জের বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগকবলিত অঞ্চলগুলোতে। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেয়া হবে এসব অঞ্চলের জনশুমারি তথ্য সংগ্রহে।

(ঊষার আলো-এসএইস)