পাইকগাছার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চিংড়ী ও পারশে পোনা জব্দ করা হয়েছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে বুধবার উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালীর বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মিনহাজ নদী থেকে সরবরাহ করার সময় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা ৬ লক্ষ পারশে পোনা এবং শান্তা গাংরখী নদীতে অভিযান চালিয়ে এক কোটি চিংড়ী পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব পোনা নদীতে অবমুক্ত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এসময় অন্যান্যদের মধ্যে ক্ষেত্রসহকারী রণধীর সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য এলাকার পোনা আহরণকারী একটি চক্র সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবন ও এর আশেপাশের নদ-নদী থেকে পারশে ও চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির পোনা আহরণ করে আসছে।