চাঁদপুরে জেলার হাইমচরে মেঘনা নদী থেকে জব্দকৃত বিভিন্ন ধরণের বিপুল পরিমাণের নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।বিনষ্ট করা জালের মধ্যে ছিলো- ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫টি চিংড়ি পোনা নিধনকারী পুশ জাল।
আজ শুক্রবার সকালে এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর চর ভৈরবী এলাকার টুমাচরসহ অন্যান্য চরে ও খালে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় ৪০হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫ টি পুশ নেট জব্দ করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার আদেশে জব্দকৃত জাল ও চাঁই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ ও রেনু পোনা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের হাইমচর উপজেলা ক্ষেত্র সহকারী মো. ইজাজ মাহমুদ, প্রকল্পের কর্মচারী শাহজাহান মালসহ শ্রমিকরা সার্বিক সহযোগিতা করেন।