UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরে ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত

ঊষার আলো ডেস্ক
মে ৭, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এগুলো কার সেটি জানা যায়নি।

জম্মু ও কাশ্মীরের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। তবে ভারত সরকার এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার রাতে আকাশপথে পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতীয় সামরিক বাহিনী বলছে, তারা ৯টি পৃথক স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় ২৬ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় ২৬ পর্যটক।  এ হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে আসছে দিল্লি। এর জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘পহেলগাঁও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা এ প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যা দিয়েছে ভারত। তাদের দাবি, ‘জঙ্গি’ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

নিজেদের ভূখণ্ডে ভারতের এ হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলছে, ‘এর জবাব ভারতকে দেওয়া হবে।’

ঊষার আলো-এসএ