UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়খালি গ্রামে গৃহবধূ নিহতের ঘটনায় নারী কবিরাজ আটক

ঊষার আলো প্রতিবেদক
মে ৮, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় বাহারুন কবিরাজ ওরফে কানা কবিরাজ (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ।

বুধবার (৮মে) গভীর রাতে ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই একই এলাকার মৃত বাবর আলী শেখের কন্যা।

গত ২ মে রাত সাড়ে ১০ টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালি ঘোলা এলাকায় গৃহবধূ জান্নাতি আক্তারকে পারিবারিক কলহের একপর্যায়ে তার স্বামী আবু সালে টেপু শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে ২ মে রাত সারে ১১টায় খুলনার সোনাডাঙ্গা থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭মে ভোর ৫টায় জান্নাতি আক্তার মারা যান। ওই দিনই এঘটনায় আবু সালেকে গ্রেফতার করে পুলিশ।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাশার বলেন, গৃহবধূ নিহতের ঘটনায় এক নারী কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঊআ-বিএস