ঊষার আলো রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত তরুণী আকাঙ্খা অরোরা। তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি যদি সফল হন তাহলে বিশ্ববাসীর আশ্রয়স্থল জাতিসংঘের ১ম কোন নারী মহাসচিব হবেন তিনি।অক্টোবরে এ পদে নির্বাচন। আগেভাগে প্রতিদ্বদ্বিতার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এ তরুণী।
২০১৬ সালে অরোরা যোগ দিয়েছেন জাতিসংঘে। এর ২ বছরের মধ্যে তার মনে হতে থাকে যে উদ্দেশ্যে জাতিসংঘ সৃষ্টি করা হয়েছে, সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে এ সংগঠন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি সিদ্ধান্ত নেন জাতিসংঘের নেতৃত্বে যাওয়া ছাড়া এটার উন্নত পরিবর্তন সম্ভব নয়। ৩৪ বছর বয়সে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী মহাসচিব পদে প্রার্থী হবেন। যদি তাই হয় ও তিনি এ যাত্রায় সফল হন তাহলে একসাথে ২টি রেকর্ড গড়বেন। ১টি হলো সবচেয়ে কম বয়সে জাতিসংঘের মহাসচিব ও অন্যটি হলো ১ম কোনো নারী মহাসচিব।
অরোরা জানিয়েছেন, জাতিসংঘ মানুষকে হতাশ করছে। যাদেরকে তার সেবা দেয়ার কথা ছিল, তারা সেটি দেয়নি। জাতিসংঘের সবচেয়ে বড় শত্রু হচ্ছে, সেবা দেয়ায় তার নিজস্ব অক্ষমতা। সিদ্ধান্ত গ্রহণ এটি কোন সমস্যা নয়। সমস্যা হলো সেটি বাস্তবায়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি। ফলে জাতিসংঘের প্রতি যে প্রত্যাশা, আস্থার সৃষ্টিশীলতা সেসব হারিয়ে যাচ্ছে।
(ঊষার আলো-আরএম)