UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়’

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়। তিনি একটি স্বাধীন দেশ দিয়েছেন।  যুদ্ধবিধ্বস্ত দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ উদযাপন ও প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের ১২তম বর্ষপূর্তিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮তম বিসিএস ব্যাচটি এ সরকারের প্রথম নিয়োগ পাওয়া ব্যাচ। তিনি এ ব্যাচের সাফল্য কামনা করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ উদযাপন ও ২৮তম ব্যাচের ১২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে পূবাইলের লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান  আইউব আলী ফাহিমকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানটির স্পন্সর করেন মাটি কমিউনিকেশন লিমিটেড ও লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম।আইয়ুব আলী ফাহিম ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এবং সরকারের সব নীতি আদর্শ বাস্তবায়নে ২৮তম ব্যাচের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।