UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে বিপর্যয়ে তদন্ত কমিটি : আলো ফিরছে বিভিন্ন এলাকায়

koushikkln
অক্টোবর ৪, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয় পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে। এদিকে রাতেই পিজিসিবির নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে বিপুলসংখ্যক মানুষ। সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) এ তথ্য জানায়। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ঢাকার বিদ্যুৎ সররবাহ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ পেলেও লোড অনেকটাই কম।

পিজিসিবির জনসংযোগ ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা সুমন গণমাধ্যমকে বলেন, বিদ্যুতের গ্রিড নানা কারণে বিপর্যয় হতে পারে। এটি এক সেকেন্ডে হলেও তা পুনরায় চালু করার বিষয়টি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। তাই পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা চার বিভাগের প্রায় ৫০ শতাংশই স্বাভাবিক হয়ে গেছে। আশা করছি রাতের মধ্যেই পুরোপুরিভাবে স্বাভাবিক করা সম্ভব হবে। ’

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা চার বিভাগের প্রায় ৫০ শতাংশই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পিজিসিবির জনসংযোগ ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা সুমন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘আশা করছি রাতের মধ্যেই পুরোপুরিভাবে স্বাভাবিক করা সম্ভব হবে। ’
সাড়ে তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো)। তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) জানায়, রাত ৯টায় তাদের বিতরণ এলাকার ৮০ শতাংশ সংযোগ চালু হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ পেলেও লোড অনেকটাই কম।
তিনি আরো বলেন, বিদ্যুতের গ্রিড নানা কারণে বিপর্যয় হতে পারে। এটি এক সেকেন্ডে হলেও তা পুনরায় চালু করার বিষয়টি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। তাই পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয় পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে।

রাতেই পিজিসিবির নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।