UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর

usharalodesk
আগস্ট ২৩, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ এবং এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে পরীক্ষা।

আজ সোমবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অন্য আরেকটি বিৃতিতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়ও বাড়ানোর কথা জানানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়। ডাটা এন্ট্রি এবং নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd)।

(ঊষার আলো-এফএসপি)