UsharAlo logo
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জানা গেল ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়

usharalodesk
অক্টোবর ২৮, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা রমজানের শেষে শুরু করার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড। সেই হিসেবে আগামী এপ্রিলে এই পরীক্ষা শুরু হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার (২৮ অক্টোবর) একটি গণমাধ্যমকে বলেন, রমজান শেষ হলে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার দুই মাস পর।

শিক্ষা বোর্ড জানায়, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা বোর্ডগুলো।

সংশ্লিষ্ট সূত্রমতে ২০২৫ সালের মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুর দিকে ঈদুল ফিতর হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভর করবে)। ঈদুল ফিতরের ছুটি শেষ হলে পরীক্ষা নেওয়া হবে। সাধারণত পরীক্ষার সময়সূচি দেওয়া হয় ১৫ দিন আগে। সেই হিসেবে এপ্রিলের মাঝামাঝি বা শেষ দিকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

ঊষার আলো-এসএ