UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

ঊষার আলো
আগস্ট ২৯, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, গুরুত্বপূর্ণ ফটক ও পয়েন্টে সিসিটিভি স্থাপন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, গত ২৫ আগস্ট আমাদের এক ছোটবোন তার হলে যাওয়ার পথে নিপীড়নের শিকার হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল হলে হলের রাস্তায় এমন ঘটনা ঘটতে পারে। নিপীড়কদের চিহ্নিত করার উদ্দেশ্যে প্রান্তিক গেটে গেলে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, বিশমাইল এলাকার গেটগুলোয় নিরাপত্তাকর্মী ছিল না। ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে পোস্ট করার পর জানতে পেরেছেন গত সপ্তাহেও একজন এ রকম যৌন হয়রানির শিকার হয়েছেন। এপ্রিলেও এমন ঘটনা ঘটেছে। ছাত্রীরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছে।

নিপীড়নের শিকার ইতিহাস বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমার বান্ধবীসহ চৌরঙ্গীর রাস্তা হয়ে হলে ফিরছিলাম। এমন সময় হলের রাস্তায় একজন আমাকে ক্রস করার সময় আমার বুকে জোড়ে চাপ দিয়ে চলে যায়। আমি পেছন ফিরলে সে দৌড়ে ভিসির বাসভবনের দিকে পালিয়ে যায়। রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় তাকে চিনতে পারিনি। ভিসির বাসার সিসিটিভি চেক করলেও তাকে স্পষ্ট দেখা যায়নি। আজ আমার সঙ্গে এটা হয়েছে, আগামীতে অন্যদের সঙ্গে হবে না তার গ্যারান্টি কে দিবে? আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, আমরা লক্ষ্য করছি ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন নতুন বাস্তবতার তৈরি হয়েছে; এই সময়ে নারী শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপদ নয়, তা প্রমাণ করার জন্য বোধ হয় কোনো কোনো মহল তৎপর হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসে বর্তমানে যেহেতু কোনো প্রশাসন নাই, তাই আমাদের নিরাপত্তার জন্য বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদেরই পদক্ষেপ নিতে হবে।

জানা গেছে, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে হলে ফেরার পথে বেগম খালেদা জিয়া হল সংলগ্ন রাস্তায় ইতিহাস বিভাগের প্রথমবর্ষের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হোন। ঘটনার দুই দিন পরেও দোষীকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি।

ঊষার আলো-এসএ