UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জামিরায় দিনদুপুরে গুলিতে নিহত যুবক

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ফুলতলা উপজেলার জামিরা পিপরাইল এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোঃ সুমন মোল্লা (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দাস পাড়া সংলগ্ন একটি কালভার্টের উপর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহত সুমন মোল্লাকে পিস্তল দিয়ে গুলি করেন একই এলাকার মোঃ মমিন (২৯), পিতা- নাজিম গাজী। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি পিপরাইল গ্রামে। ঘটনার পরপরই হামলাকারী এলাকা ত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনার কারণ ও পটভূমি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফুলতলা ওসি মো: জিল্লাল হোসেন গুলির ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ কে বা কারা গুলি করেছে তা খোজ খবর নিয়ে জানাতে পারবো।

ঊআ-বিএস