UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

usharalodesk
মে ১০, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ১ উইকেট দরকার ছিল পাকিস্তানের। চতুর্থ দিন ঠিক ৫ ওভার শেষে একমাত্র উইকেটটি পেলো তারা। এতে জিম্বাবুয়েকে ২-০ তে টেস্ট সিরিজে করলো হোয়াইটওয়াশ। ২৪১ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে ইনিংস এবং ১৪৭ রানে জিতেছে পাকিস্তান। আফ্রিদির বলে লুক জংউই ড্রাইভ শটে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হন। জংউইকে ফিরিয়ে হাসান আলী এবং নওমান আলীর পর ৩য় বোলার হিসেবে এ টেস্টে ৫ উইকেট পেলেন শাহীন। পাকিস্তানের টেস্ট ইতিহাসে ১মবার এক ম্যাচে ৩ বোলার ফাইফার পেলেন, সব মিলিয়ে ৬ষ্ঠবার এমন ঘটনা ঘটলো। বোলারদের বীরত্বের পরও আবিদ আলী তার ১ম ডাবল সেঞ্চুরিতে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।পাকিস্তানের আট উইকেটে ৫১০ রানের ঘোষিত প্রথম ইনিংসের জবাবে জিম্বাবুয়ে ১৩২ রানে অলআউট হয়। ৩৭৮ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস খেলতে নেমে তারা ৩য় দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ২২০ রানে। নতুন দিন আরও ২১ রান যোগ করে স্বাগতিকরা। টানা ২য় টেস্টে ১ম ইনিংসে হাসান ৫ উইকেট নেন, আর ২য় ইনিংসে নওমান ও শাহীন।

(ঊষার আলো-আরএম)