মোংলা প্রতিনিধি : মোংলার পশুর নদের লাউডোপ খেয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি জীবিত হরিণ ও ফাঁদসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পশুর নদের খেয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।
এ সময় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশী চালিয়ে একটি জীবিত হরিণ উদ্ধার ও কিছু হরিণ শিকারের ফাঁদ জব্দ করে। ওই সময় হাতেনাতে আটক করা হয় হরিণ শিকারী মো: শাকিল সরদারকে (১৯)। শাকিল খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ভোজনখালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে। আটক শিকারীকে শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসে হন্তান্তর করা হয়েছে।
এছাড়া জীবিত উদ্ধার হওয়া হরিণটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। সেখানে সেটিকে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ্য করার পর আবারো বনে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ।