UsharAlo logo
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সুজন গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে আলোচিত ইয়ামিন হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া।

গ্রেফতার সাইদুর রহমান সুজন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গুলি ছুড়তে দেখা গেছে সুজনকে। এছাড়া এলাকায় জমি দখলসহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, গ্রেফতার সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় এক ডজন হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেফতার হয়েছিলেন সাইদুর রহমান সুজন। দীর্ঘদিন আত্মগোপনের পর ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ঊষার আলো-এসএ