UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জুয়ার আসরে ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার ১০

usharalodesk
জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার চণ্ডীপুর শেখপাড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাঁদের কাছে নগদ ৫ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা ও আট লিটার মদ জব্দ করা হয়।

আটককৃতরা চণ্ডীপুর গ্রামের ইউপি সদস্য মাহবুর রহমান,একই গ্রামের রোস্তম আলী সরদারের ছেলে আবদুল হামিদ, মোহনপুরের মজিবুর রহমানের ছেলে রিপনুজ্জামান রিপন,একই গ্রামের মহাসীন সরদারের ছেলে মাহমুর রহমান,হানুয়ার গ্রামের ইয়ামিন সরদারের ছেলে আব্দুস সালাম, ঝিকরগাছার জাফরনগরের নূর ইসলামের ছেলে সোহাগ হোসেন, সাতক্ষীরার কলারোয়ার কলাটুপি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস, ঐই উপজেলার পালবাড়ী এলাকার জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও খুলনা সদর উপজেলার বাঘমারা গ্রামের নরেশ রায়ের ছেলে স্নেহাংশু রায়।

অভিযান পরিচালনা করেন মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, থানার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন,অনেক দিন ধরে চণ্ডীপুর গ্রামে আনোয়ার পারভেজ অনুজ বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িদের এনে তাঁর বসতঘরে জুয়ার আসর বসিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার সময় আমরা তাদের জুয়ার বোর্ডে হানাদি ১০ জনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাঁদের কাছ থেকে ৫ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা ও আট লিটার চোলাই মদ পাওয়া গেছে।’

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে গাজী মাহবুবুর রহমান জানান, আনোয়ার পারভেজ মাথাপ্রতি ১ হাজার টাকা নিয়ে তাঁর বাড়িতে জুয়ার আসর বসান। মামলায় তাঁকে পলাতক আসামি দেখানো হয়েছে।

মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, জুয়ার আসরটি আগে ছিল ঝিকরগাছায় , সেখান থেকে উঠে এসে তাঁরা চণ্ডীপুর এলাকায় চলে, স্থানীয় মেম্বার মাহাবুর রহমান জুয়ার বোর্ড পরিচালনা করতেন, তিনি নিজেও ওই রাতে খেলতে গিয়েছিলেন, খেলা শুর হওয়ার পরে অভিযান চালানো হয়।