UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেরুজালেমে বন্দুক হামলায় আহত ৭

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জেরুজালেম শহরের পৃথক স্থানে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন আহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছেন।স্থানীয় সময় শনিবার রাত ১টা ২৪ মিনিটের দিকে বন্দুকধারীরা প্রথমে একটি বাসে এবং এর পরপরই ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছের একটি গাড়ি পার্কিং এলাকায় গুলি চালায়।

কতোজন বন্দুকধারী এই হামলায় অংশ নিয়েছিল সে বিষয়টি জানা না গেলেও হিব্রু মিডিয়া জানায়, পুলিশ দুইজন সন্দেহভাজনকে খুঁজতে শুরু করেছে।ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেন,  এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, হামলায় আহতদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী।  আহতদের মধ্যে দু্ইজনের অবস্থা আশঙ্কাজনক।

ঊষার আলো-এসএ