UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলহত্যায় জড়িতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

usharalodesk
নভেম্বর ৩, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ৩ নভেম্বরের জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে আরও একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।

খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাই।তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ঊষার আলো-এসএ