UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জেল থেকে মুক্তি পেলেন শাহরুখপুত্র আরিয়ান

ঊষার আলো
অক্টোবর ৩০, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে ছাড়া পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ছেলে জেলহাজতে যাওয়ার পর থেকে উতলা হয়ে ছিলেন শাহরুখ খান। বন্ধ করে দেন সব কাজ।কাউকে দেখাও দেননি। তার সেই পরিস্থিতির অবসান ঘটেছে।

শনিবার(৩০ অক্টোবর) বেলা ১১টায় প্রায় ৪ সপ্তাহ জেল খেটে বের হন আরিয়ান খান।

গত ২ অক্টোবর প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে ‘মাদকসহ’ আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় হাজতে।

মাদকের সেই মামলায় গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আজ(শনিবার) ছাড়া পেলেন আরিয়ান।

আর্থার রোডের কারাগার থেকে সকাল ১১টায় আরিয়ান বেরিয়ে আসেন বলে এনটিভি জানিয়েছে। জেল থেকে বেরিয়ে আসার সময় শাহরুখ খানের দেহরক্ষীকে তার সাথে দেখা যায়। ওইসময় কারাগারের বাইরে ছিল শাহরুখ খানের ভক্তদের ভিড়। সেটি সামলাতে নিরাপত্তার কড়াকড়িও ছিল।