UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যামাইকা টেস্টে পাকিস্তানের জয়

usharalodesk
আগস্ট ২৫, ২০২১ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় এবং শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের দেওয়া ৩২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ম দিনে ২১৯ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

২য় ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন জেসন হোল্ডার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট করেন ৩৯ রান। কাইল মেয়ার্স করেন ৩২ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া শাহীন আফ্রিদি ২য় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া নোমান আলী ৩ এবং হাসান আলী ২ উইকেট নেন।

পাকিস্তান ১ম ইনিংসে করেন ৩০২ রান। পরে ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৫০ রানে। ২য় ইনিংসে ১৭৬ রান তোলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়দের ৩২৯ রানের টার্গেট দিয়েছিল বাবর আজমবাহিনী। এ ম্যাচে পাকিস্তান জেতায় ২ ম্যাচের সিরিজটি ১-১ এ ড্র হয়েছে।

এ সিরিজে দুর্দন্ত বোলিং করেছেন শাহীন আফ্রিদি। মোট ১৮টি উইকেট শিকার করেছেন। এজন্য ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হয়েছেন এ তরুণ পেসার।

(ঊষার আলো-আরএম)