UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝামেলা সৃষ্টিকারীদের কালো হাত ভেঙে দিতে চাই: ধর্ম উপদেষ্টা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, আমি ধর্ম উপদেষ্টা সকল ধর্মের জন্যই আছি। এ দেশ সবার। আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি হলে আশেপাশের দেশগুলোতে এর প্রভাব পড়বে।যারা ঝামেলা সৃষ্টি করতে চায় তাদের কালো হাত আমরা ভেঙে দিতে চাই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে বনানী পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সকলে সবার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে এমন একটি ব্যবস্থা এ সরকার করেছে। কেউ ঝামেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘পূজায় সরকার সব ধরনের নিরপত্তা ব্যবস্থা রেখেছে। কেনো ভয়ভীতি নেই এবারের পূজায়। সবার সাংবিধানিক অধিকার আছে উৎসব উদযাপনের’,  বলেন আ ফ ম ড. খালিদ হোসেন।

তাই সকলে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারবে বলেও আশ্বস্থ করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কল্যাণ কমিটির তহবিলে ৪ কোটি টাকা দেওয়া হয়েছে পূজা উপলক্ষে।