UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বস্তাবন্দি লাশ উদ্ধার

pial
জুন ১৩, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ঝালকাঠির নলছিটিতে বাড়ইকরন খাল থেকে পঙ্কজ শীল নামের এক যুবকের এর হাত-পা বাধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুন) সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকায় মৃত পঙ্কজের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। ওই যুবক পেশায় ছিলেন নরসুন্দর।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, মৃত পঙ্কজ শীল ঝালকাঠি শহরের রোনলস রোডে স্বপ্নঘুড়ি নামে একটি এসি সেলুনে ভাগে ব্যবসা করতো। প্রাথমিকভাবে পুলিশ এটাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এসএইস)