UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

ঊষার আলো
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যশোরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে যশোরের ঝিকরগাছা থানাধীন গঙ্গানন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, শনিবার রাত ১১টা ২০ মিনিটে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার আভিযানিক দল জানতে পারে, যশোরের ঝিকরগাছা থানাধীন গঙ্গানন্দপুর ইউপির গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

ছবি : উদ্ধারকৃত অস্ত্র ও গুলি।

এরপর সেখানে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত খোদা বক্সের ছেলে মোঃ হাফিজুর রহমান ওরফে উথান (৪০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ৬.৬৫ এম.এম. পিস্তল, ২টি ম্যাগাজিন, ১ টি ৭.৬৫ এম. এম. পিস্তলের গুলি, ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু পক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)