UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

ঊষার আলো ডেস্ক
আগস্ট ৩১, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি ভারতীয় মর্টার শেল পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমের জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।

ঝিনাইদহ ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান জানান, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলো এলাকাবাসী।

শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমের জমিতে কাজ করতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে, বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ বক্তব্য পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা প্রত্যখ্যান করে। তবে আগামীকাল (১ সেপ্টেম্বর) পতাকা বৈঠক হবে বলে জানিয়েছেন ৫৮ বিজিবি উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান। তিনি জানান ঢাকা থেকে একটি বম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি নিস্ক্রিয় করবে।