UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের জামাতে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮

usharalodesk
মে ১৪, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ঈদের জামাতে টাকা আদায় ও খুতবা পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার ক্ষুদ্ররয়েড়া ও মীনগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ক্ষুদ্র রয়েড়া গ্রামের মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য গ্রামবাসী অবস্থান করছিল। নামাজের আগে মসজিদের টাকা আদায় করাকে কেন্দ্র করে ওই গ্রামের জামিরুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মহিদ শেখের এক সমর্থকদের বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি তখন থেমে গেলেও নামাজের পর মসজিদের বাইরে দু’পক্ষের লোকজন ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে একই উপজেলার মীনগ্রামে ঈদের জামাতের পর খুতবা তেলাওয়াতে ভুল ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা তোলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। তেমন বড় কিছু না। বর্তমানে পরিস্থিতি ভালো আছে।

(ঊষার আলো-এমএনএস)