UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ মিলেছে কলকাতায় 

ঊষার আলো ডেস্ক
মে ২২, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

তার মৃত্যুর কারণ এখনও অজানা
দুইজনকে আটক করেছে পুলিশ
১১ মে চিকিৎসার জন্য ভারতে যান
কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন

গত ১১ মে চিকিৎসার জন্য দেশে যাওয়ার পর ভারতের কলকাতার নিউ টাউনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল আজিম (আনার) এর মরদেহ পাওয়া গেছে। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আনারের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ এর আগে  জানিয়েছিলেন যে এমপি তার সফরের প্রথম দুই দিন তার পরিবার ও দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন। “তবে মঙ্গলবার (১৪ মে) থেকে তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হোয়াটসঅ্যাপেও পাওয়া যায়নি।”

মোঃ আনোয়ারুল আজিম আনার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঝিনাইদহ-৪ আসনের এমপি নির্বাচিত হন।