UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতর পালিত

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের এ নামাজ আদায় করেন স্থানীয়রা। মাওলানা রেজাউল ইসলামের ইমামতিতে এ ঈদ জামায়াতে ৬০ জন মুসল্লি অংশ নিয়ে নামাজ আদায় করেন।
এছাড়া উপজেলার ভালকী, ফলসি, চিথলীপাড়া, বৈঠাপড়াসহ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন।
মাওলানা রেজাউল ইসলাম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা করেছেন। আজ সৌদি আরবের ন্যায় ঈদের নামাজ আদায় করলেন। তাদের পরিবারগুলোতেও ঈদ উদযাপিত হচ্ছে। অনেক বছর ধরে সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন তারা।

(ঊষার আলো-এমএনএস)