UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঊষার আলো
মে ৭, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলায় আগুনে পুড়ে তানিসা নামের চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের বেতাই ভাদালি ডাঙা গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিশু তানিসা ভাদালি ডাঙা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।
এলাকাবাসী ও স্বজনেরা জানায়, সকাল ১০টার দিকে চার মাস বয়সী শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করতে যায়। পরে আগুনের খবর পায় তার ঘরে আগুন লেগেছে। ভয়াবহ এ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে চার মাস বয়সী এক মেয়েশিশু।
স্বজনেরা আরও জানান, ইব্রাহিমের দুই সন্তান। কোলের শিশুর এমন মৃত্যু সত্যিই সহ্য করতে পারছি না আমরা। কিভাবে যে কি হয়ে গেলো।

(ঊষার আলো-এমএনএস)

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান আগামী নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।