UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৭শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

koushikkln
জুলাই ২৩, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঝিনাইদহে র‌্যাব-৬ এল অভিযানে ৭শ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৬ সূত্র জানায়, শুক্রবার (২৩ জুলাই) সকাল  ১০.২০ ঘটিকার সময় ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপনে সংবাদ পায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন বড় বাদড়া বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন বড় বাদড়া বাজারস্থ ভোলার মোড় রিয়াজ উদ্দিন ফার্মেসির সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী  সৈয়দ শফিকুল ইসলাম  ওরফে রনী(৪০), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং-শাহাপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৭০০(সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তরর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।