UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে কারখানায় আগুন

usharalodesk
মার্চ ২১, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই কারখানায় জুস ও বোটসহ বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হয়।মঙ্গলবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, টঙ্গী বিসিক এলাকায় শাপলা ফুড লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে সেমি পাকা ভবন ও খাদ্য তৈরির বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের  কোনো ঘটনা ঘটেনি।

ঊষার আলো-এসএ