UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে যৌথ অভিযানে গ্র্রেফতার ২৪

ঊষার আলো রিপোর্ট
জুন ১৭, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সোমবার রাতে চালানো এ যৌথ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়ারা মাদক কারবারি ও ছিনতাইকারী।

গ্রেফতারকৃতরা হলেন, মো. বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহেল রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মো. তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মো. ইউসুফ (২৫), জয় (২৭) ও স্বপন (২৪)।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৬ বোতল মদ, ছয়টি মোবাইল ফোন, পাঁচ রোল ইয়াবা সেবন পেপার, একটি স্বর্ণের দুল, বিপুল পরিমাণের মাদকদ্রব্য সেবন সামগ্রী, দুটি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট ও নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘থানায় সংশ্লিষ্ট আইনে মামলা শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

ঊষার আলো-এসএ