UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে হরতালের প্রতিবাদে যুবদলের মিছিল

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মিছিল করেছে যুবদল। মঙ্গলবার বেলা ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকা থেকে পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড, আনারকলি রোডসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী প্রেতাত্মারা দেশের অভ্যন্তরে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতা আনতে হবে।

ঊষার আলো-এসএ