UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

pial
নভেম্বর ৩, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

টানা দু’ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তান। আজকে দক্ষিণ আফ্রিকাকে হারালেও খুব একটা কাজ হবে এমনটাও বলার উপায় নেই।

কারণ গ্রুপ দুইয়ে ভারত এরইমধ্যে ছয় পয়েন্ট পেয়ে গেছে। সাউথ আফ্রিকাও ৫ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। আজকে পাকিস্তান জিতলেও সেমিফাইনালে যাওয়র সম্ভাবনা সাউথ আফ্রিকারই বেশি।
কারণ সাউথ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ হল নেদারল্যান্ডস। ডাচদের হারাতে ফর্মে থাকা প্রোটিয়াদের খুব একটা কষ্ট হবে না বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

(ঊষার আলো-এফএসপি)