UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টানা ১০ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

pial
এপ্রিল ৩০, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন করোনায় মৃত্যুশূন্য দেখলো দেশ। তবে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭ জন।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। একই সময়ে পরীক্ষা করা হয় দুই হাজার ৯৩৮টি নমুনা।
আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

(ঊষার আলো-এফএসপি)