UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টানা ১৯ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

pial
মে ৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যাননি। কাজে টানা ১৯ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০ জন।

সোমবার (৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ২৭২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৩টি। আর এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১১১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৪৩ হাজার ৭০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৪৭৮ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩০ হাজার ২২২ জন।

(ঊষার আলো-এফএসপি)