UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকার বয়সসীমা ১৮ বছর করার চিন্তা করা হচ্ছে-স্বাস্থ্যমন্ত্রী

usharalodesk
জুলাই ১৫, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা সংক্রমণ রোধে টিকা পাওয়ার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার(১৫জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ ও ওপিডি উদ্বোধন শেষে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এই টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরো কমিয়ে আনা যায় কি না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা আছে। টেকনিক্যাল কমিটিও গতকাল আমাদের জানিয়েছে ১৮ বছর ও তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কি না। তিনি আরও বলেন, আমাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের টিকা দিচ্ছি। এখন ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরও টিকার আওতায় নিয়ে আসব। স্কুল-কলেজে যাওয়ার সুযোগ করে দেব। তাদের জীবনে একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে।

(ঊষার আলো-আরএম)