UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধুকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা : আটক ২

ঊষার আলো
আগস্ট ৯, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলায় টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের পর শরীরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে সোমবার (৯আগস্ট) ভোরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনায় নিহতের দেবরসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে টিকা দেওয়ার কথা বলে প্রবাসীর স্ত্রী পারভিন বেগমকে (৩০) বাড়ি থেকে ডেকে আনে তার শ্বশুরবাড়ির লোকজন। রাতে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের পর পেট্রল ঢেলে তার শরীরে আগুন জ্বালিয়ে দেয় তার দেবর

রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে পারভিন বেগমের সাথে মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ বছর বয়সি কন্যাসন্তান রয়েছে। স্বামী প্রবাসের থাকার সুযোগে প্রায় সময়ই শ্বশুরবাড়ির লোকজন পারভিনকে তার সন্তানের ওপর নির্যাতন করত।

ঘটনায় দগ্ধ পারভিনের ভাই আকরাম হোসেন বাদী হয়ে দেবরসহ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। এরমধ্যে, অভিযুক্ত দেবর আলী হোসেন ননদের ছেলে শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, চিকিৎসাধীন দগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঊষার আলোআরএম