টিকিটের মূল্য বেশী রাখা ও টিকিটের মূল্য তালিকা না থাকার জন্য চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর রয়েল মোড়ে এই অভিযান পরিচালনা করে বিআরটিএ।
বিআরটিএ ইন্সপেক্টর মো: সাইফুর রহমান বলেন, বিআরটিএ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি টিম পরিবহণ কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিকিটের মূল্য বেশী রাখায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, টিকিটের মূল্য তালিকা না থাকায় এম আর পরিবহনকে ২ হাজার টাকা, এক রুটের কথা বলে টিকিট বিক্রি করে অন্য রুটে গাড়ি চালানোর অভিযোগে সৌদিয়াকে ৫ হাজার টাকা এবং বলেশ^র পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে টিকিটের মূল্য বেশী রাখা হয়। এটি বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
ঊআ-বিএস